আমার একটা অতীত ছিল
আমার একটা অতীত ছিল
ডানপিটে এক মন
মনের ভেতর রোজ করেছি
সুখের আয়োজন।
ঘরের খেয়ে পরের ডাকে
খুব দিয়েছি কান
একটু অবহেলায় আমার
ভীষণ অভিমান।
আমার একটা অতীত ছিল
স্বপ্নদোদুল দিন
পেছন ফিরে তাকালে ফের
বাড়ে বুকের ঋণ।
তুমি নেই বাবা
অভিমান করে বুঝি চলে গেলে বাবা
তুমি নেই তুমি নেই যায় নাতো ভাবা।
ছিলে তুমি ছাতা হয়ে মাথার ওপর
স্নেহ-মায়া ঢেলেছো তো তুমি রাত-ভোর।
ছিলে তুমি এ আমার হৃদয়ের কাবা।।
বাবা তুমি স্বপ্নের বড় কারিগর
তুমি ছাড়া কোথা বলো বাঁধি বাড়িঘর?
সবখানে অসুরেরা ফেলে কালো থাবা।।
ছিলে তুমি প্রেরণার মূল চাবিকাঠি
তুমি নেই বলে তাই একা পথ হাঁটি।
বুঝি আজ সবই বুঝি ছিলে তুমি কী যে
স্মৃতিকথা ভাবলেই যায় চোখ ভিজে।
চালাকের দুনিয়ায় আমি বড় হাবা।।
ভোটাভুটি
এদেশের ভোটাভুটি
মোটামুটি জানি
কতোটুকু দুধে দেয়
কতোটুকু পানি।
যে-ই থাকে ক্ষমতায়
সে-ই যদি চায়
ভোটাভুটি ঠিক হয়,
সবই তার দায়।
জোর করে সিলমারা
ব্যাপার না মোটে
দিবালোকে কারচুপি
অভিযোগ ওঠে।
কার ভোট কেবা মারে
নেই কোনো ঠিক
দিন শেষে হেরে যায়
আম পাবলিক।
নেতা হাসে হাত নেড়ে
চামচারা নাচে
সরিষার ভেতরেই
ভূত ঢুকে আছে।
আওয়াজ
কোনোরকম রাখঢাক নেই
বলি সোজাসুজি
সত্য বলায় বিপদ আছে
অত কী আর বুঝি!
ভালোবেসে এদেশ আমার
সব বাধা-ভয় ভুলি
স্বপ্ন-সুখের গড়তে স্বদেশ
নিত্য আওয়াজ তুলি।
কার বা এতেই জ্বালা ধরে
তার কি হিসেব কষি!
সামান্য এক কবি আমি
হাতের কলম ঘষি।
নেতা
এত আছে তবু নেতা
খাই খাই স্বভাবই,
নেই দেশে তার মতো
আর যেন অভাবী।
প্রকাশ্যে খায় নাতো
খায় নেতা লুকিয়ে,
রিলিফের চাল এলে
দেয় পেটে ঢুকিয়ে।
বরাদ্দ কেটেকুটে
নেয় আরো কামিয়ে,
রাতারাতি বড় হতে
যায় মাথা ঘামিয়ে।
মুখে মুখে দেশপ্রেম
শয়তানি ভিতরে,
হার মানে তার কাছে
সহজেই ইতরে।
বোবা কানার দেশে
বোবার কোনো শত্রু আছে? নেই
বোবা সাজে তাইতো অনেকেই।
দেখেও করে না দেখারই ভান
ভালোই আছে এসব কালাচান।
বোবা হলে নেই বিপদের ভয়
জেনেবুঝেই মানুষ বোবা হয়।
ভাল্লাগে না আমার এমন রূপ
মিথ্যে দেখে থাকিনে আর চুপ।
কণ্ঠে তুলি প্রতিবাদের ঝড়
দলকানাদের কানে পড়ে চড়।
পারি নাতো বোবার অভিনয়
তাই এদেশে থাকতে ভীষণ ভয়।
গাছের কথা
অনেক বেশি উপকারী
বন্ধু সবার গাছ,
করতে পারি এই কথাটা
খুব সহজে আঁচ।
দিচ্ছে ছায়া স্নিগ্ধ মায়া
ক্লান্তি করে দূর,
গাছে গাছে পাখি ডাকে
মিষ্টি মধুর সুর।
প্রাণ বাঁচাতে গাছ নিয়েছে
অক্সিজেনের ভার,
সজীবতার গল্প মিছে
গাছ না হলে আর।
মাটি জানে গাছের কথা
নিবিড় পরিচয়,
শেকড় ছেড়ে টিকে থাকা
তাই কখনো নয়।
বৃষ্টি বোঝে ভালো করে
গাছের অবদান,
দেয় ছড়িয়ে রিনিঝিনি
ভালোবাসার গান।
বিষয়সমূহঃTags: জিসান মেহবুব
পূর্বের সংবাদ
পরের সংবাদ