এই শহরে
এই শহরে প্রতিদিনই
হচ্ছে কতো লোকসভা
কোথাও দেখি দেদার হাসি
কোথাও আবার শোকসভা।
কোথাও ধাঁধার বাজনা বাজে
বাবরি দোলা ফোকসভা
কোথাও আবার বিড়ির ধোঁয়ায়
চলছে ঢেকুর কোকসভা।
কোথাও গোপন ঘাপটি মারা
রক্তচোষা জোঁকসভা
আমি বলি ওসব মুছে
সত্য ন্যায়ের হোক সভা।
ফেলানি
ভুলে তুমি গেলা নি?
এই দিনে কাঁটাতারে
ঝুলেছিলো ফেলানি!
ফেলানির রক্তে
আজো এই অক্তে
কেঁদে-কেটে যায় ভেসে
হাহাকার ভেলা নি?
দুনিয়াটা নিষ্ঠুর
আমাদের বেলা নি?
ক্যারাব্যরা
কিছু কিছু লোক আছে একদম তেড়া
কাজ নেই কাম নেই করে ক্যারাব্যরা
মাঠে-ঘাটে সবখানে জুড়ে দিয়ে প্যাঁচ
লুফে নেয় স্বার্থের মনোহরি ক্যাচ
গরুটাকে মাছি বলে মাছিটাকে ভেড়া
কিছু কিছু লোক আছে একদম তেড়া।
এর কাছে ওর কাছে নিজেকে জাহির
তিতা-মিঠা বুঝেনাতো গলাটা বাহির
সুযোগের কানামাছি খেলতে পটু
ভালো কিছু তার কাছে সবচে কটু
ভেঙে গেলে খুশি খুব অন্যের বেড়া!
কিছু কিছু লোক আছে একদম তেড়া।
বলি যদি কাছে ডেকে শোনো ভাই কথা
উল্টো সে ঝাড়ি মেরে ছুটে যথা-তথা!
সারাদিন হৈ-চৈ শুধু লাফ-ঝাঁপ
ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে শেষে বাপ বাপ!
কে যে বসে রাঁধে-বাটে তাই নিয়ে জেরা
কিছু কিছু লোক আছে একদম তেড়া।
লোকটা
লোকটা শুধু চেঁচায়
সহজ-সরল কথাগুলো
মিথ্যা দিয়ে প্যাঁচায়।
মিথ্যাটাকে পুঁজি করে
খুশির আটা-সুজি করে
এক নিমিষে দেয় উড়িয়ে
হাজার বিক্রি-বেচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন লোকের বন্ধু হতে
হৃদয় থেকে কে চায়?
যে দেখে সে ক্ষেপে বলে
দাঁতের পাটি চেপে বলে
কায়দা মতো পেলে ওরে
মারমু কঠিন ছেঁচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন কান্ড-কীর্তি দেখে
হাসে হুতুমপেঁচায়।
পদ
পদটা নিয়ে ভাবি না ভাই
পদ দিয়ে কী হয়
পদটা বরং বাড়ায় বিপদ
বাধিয়ে সংশয়।
পদের জন্য মারামারি
বাড়াবাড়ি
কাড়াকাড়ি
শক্তি অপচয়!
পদটাকে তাই ছুঁতে আমার
লাগছে ভীষণ ভয়।
পদের জন্য হরহামেশা
কত্বো অভিনয়
পদটা কেবল আনেই ডেকে
নষ্ট পরাজয়।
বিষয়সমূহঃTags: রেদওয়ানুল হক
পূর্বের সংবাদ