utsanga
৭ আগস্ট, ২০২০ | ১২:০৫

জাহাঙ্গীর অরণ্য’র হাইকু

tesst

(১)
তাজমহলে ঠায়
দাঁড়াই, দেখি- জীবনের
অসীম শূন্যতা।

(২)
হঠাৎ মরুর ঝড়
কতিপয় বালির নিনাদ
চির নিস্তব্ধতা।

(৩)
শামুকের মতো
খোলসে বন্দি হয়ে
তোমার পথে চাই।

(৪)
জীবনের ট্রেন
ছূটছে শুধু- নির্বিকার
আমি স্টেশনে।

(৫)
নতুন বর্ষাতে
কালো বিড়ালগুলোর ঝাঁপ
সকলের আগে।

(৬)
শিয়ালের হুক্কা
ভিতিকর মাঠ, সকলের
নির্বিকার ঘুম।

(৭)
একটা শিয়াল আর
একটি ময়ূর একসাথে
আঁধারে হাঁটছে।

(৮)
একবিন্দু শিশির
কিষাণ মাড়ায়- ক্ষেতে যায়
কবি অবাক হয়।

(৯)
সাগরের গভীর
মাপতে চাও! কাঠি নয়,
গিরি নিয়ে নাও।

(১০)
শিশিরের ফোঁটা
জলে ঝরে, বিলীন হয়
ঠিক অশ্রুর মতো।

বিষয়সমূহঃTags: